'মিঠাই' ধারাবাহিক এখন এগিয়ে গিয়ে বেশ কয়েক বছর । গল্পে অনেক পরিবর্তন আনা হয়েছে । 'মিঠাই'-এর মৃত্যু, সিদ্ধার্থ ও শাক্যর জীবনে মিঠাই-এর মতো দেখতে 'মিঠি'-র এন্ট্রি...নতুন সময়ে নতুন গল্পে আবারও একটু একটু করে দর্শকদের মনে হারিয়ে যাওয়া জায়গা ফিরে পাচ্ছে মোদক পরিবার । তার প্রতিফলন চলতি সপ্তাহের টিআরপি-তেই লক্ষ্য করা গিয়েছে । এরই মধ্যে 'মিঠাই' ধারাবাহিক নিয়ে নতুন একটা খবর সামনে এল । জানা গিয়েছে, 'মিঠাই' ছেড়ে দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী । ইতিমধ্যেই ধারাবাহিককে বিদায় জানিয়েছেন সকলের আদরের পিপি অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় ।
ধারাবাহিক কয়েক বছরের লিপ আসার পর থেকেই 'পিপি'-কে দেখা যাচ্ছিল না । তখন থেকেই তাঁর ধারাবাহিক ছাড়ার জল্পনা শুরু হয় । অনেকেই ভাবেন, হয়তো ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছেন অর্পিতা । কিন্তু, অর্পিতা জানালেন, তাঁকে আর 'মিঠাই'-এ দেখা যাবে না । তিনি এখনই ঠাকুমার চরিত্রে অভিনয় করার জন্য তৈরি নন । অর্পিতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,কোনও বিদ্বেষ বা রাগ থেকে তিনি মিঠাই ছাড়েননি । তাঁর এই সিদ্ধান্ত একেবারে ব্যক্তিগত । গল্পে কিছু পরিবর্তন আনা প্রয়োজন হয়, তাতে আপত্তি ছিল 'পিপি'-র । আসলে, এই বয়সে ঠাকুমার চরিত্রে অভিনয় করতে রাজি নন অর্পিতা। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, যখন সময় আসবে করব এই ঠাকুমা-দিদিমার চরিত্রে অবশ্যই অভিনয় করবেন তিনি ।
'মিঠাই'-এর গোটা টিমকে মিস করেন অর্পিতা । সৌমিতৃষার সঙ্গে তাঁর খুনসুটি বড্ড মিস করবেন বলে জানিয়েছেন তিনি । তবে, একসঙ্গে কাজ না করলেও মোদক পরিবারের অনেকের সঙ্গেই যোগাযোগ রয়েছে তাঁর । জানা গিয়েছে, আরেকটি শো-এর কাজে খুব ব্যস্ত অর্পিতা । সেখানে অনেক বেশি সময় দিতে হচ্ছে তাঁকে ।