সরস্বতী পুজো যেতে না যেতেই প্রেমের রং লাগল দিতিপ্রিয়ার (Ditipriya) জীবনে! তাঁর ফেসবুক পোস্ট (Facebook Post) অন্তত এমনই বলছে। শনিবার একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। রাস্তায় সুহত্র মুখোপাধ্যায়ের (Suhatra Mukhopadhyay) কাঁধে দেখা যায় দিতিপ্রিয়াকে। ক্যাপশনে লিখেছেন, "এখন এটা অফিসিয়াল।" কীসের ইঙ্গিত দিয়েছেন, তা যদিও স্পষ্ট করে লেখেননি তিনি।
দিতিপ্রিয়া রায়ের এই পোস্টের পরই সরগরম হয়ে উঠেছে টলি পাড়া। সত্যিই কি সুহত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিতিপ্রিয়া রায়? অনেকে আবার অভিনন্দনও জানিয়েছেন। শোনা গিয়েছে, হইচইয়ের একটি ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করতে চলেছেন দিতিপ্রিয়া ও সুহত্র। সিরিজের নাম 'ডাকঘর'। পর্দায় প্রেম করতে দেখা যাবে এই জুটিতে।
আরও পড়ুন- জন্মদিনেই এনগেজমেন্ট সারলেন সুস্মিতা, কী বললেন অভিনেত্রী?
তবে এখনও পর্যন্ত সুহত্র ও দিতিপ্রিয়া বাস্তবে প্রেম করছেন কি না জানা যায়নি। শনিবার তাঁদের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।