'শ্রীময়ী'-র (Srimoyee) পর ছোটপর্দায় আর দেখা যায়নি ইন্দ্রাণী হালদারকে (Indrani Halder) । ছোটপর্দায় তাঁর কামব্যাকের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা । জানা গিয়েছিল, ফের 'গোয়েন্দা গিন্নি' হয়ে বাঙালির ড্রয়িংরুমে রাজ করবেন । তাঁর কামব্যাকের খবর তো পাকা । কিন্তু, গোয়েন্দা গিন্নি হিসাবে নন, ইন্দ্রাণী হালদার (Indrani Halder to come back with non fiction show) হিসেবে ছোটপর্দায় ফিরছেন তিনি ।
টেলিপাড়ায় জোর গুঞ্জন জি বাংলার (Zee Bangla) নতুন নন-ফিকশন শো-এর মাধ্যমে কামব্যাক করবেন ইন্দ্রাণী হালদার । এটা সম্পূর্ণ একটি নারী কেন্দ্রিক গেম শো হতে চলেছে । ঠিক যেমন, রচনা বন্দ্যোপাধ্যায়ের‘দিদি নম্বর ১’ (Didi No 1)। তবে কোনও স্টুডিওতে এই শোয়ের শুট হবে না । যেটুকু খবর, তাতে জানা গিয়েছে নতুন শো-এর শুটিং হবে খোলা মাঠে, রাস্তায় । মূলত পাড়ায় পাড়ায় গিয়ে কাকিমা, মাসিমা, দিদিদের সঙ্গে মজার খেলা খেলবেন ইন্দ্রাণী হালদার । জানা গিয়েছে, গত সপ্তাহেই এই নতুন শো-এর লুক সেট সেরে ফেলেছেন ইন্দ্রাণী হালদার । খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে শো-এর প্রোমো ।
আরও পড়ুন, Mimi Chakraborty in Bollywood:বাংলা নয়, এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে মিমিকে, নায়কও বাঙালি ?
এই মুহূর্তে বড়পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন ইন্দ্রাণী হালদার । তাঁকে শেষ দেখা গিয়েছে ‘কুলের আচার’ ছবিতে। এছাড়া, তাঁর হাতে রয়েছে ‘ছোটলোক’ ওয়েব সিরিজ । জি ফাইভে দেখা যাবে এই সিরিজ ।