প্রায় দেড় বছরের বিরতি । শেষ তাঁকে দেখা গিয়েছিল 'কে আপন কে পর' ধারাবাহিকে । 'জবা'-র চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিলেন । পল্লবী শর্মা (Pallavi Sharma) কবে আবার পর্দায় ফিরবেন,সেই অপেক্ষাতেই ছিলেন তাঁর অনুরাগীরা । এবার তাঁদের জন্য সুখবর । খুব শীঘ্রই ছোটপর্দায় দেখা যাবে তাঁকে । পুজোর পর নতুন ধারাবাহিকে ফিরবেন পল্লবী শর্মা । (Pallavi Sharma to comeback in mega)
জানা গিয়েছে, জি বাংলার ধারাবাহিকে দেখা যাবে তাঁকে । 'যমুনা ঢাকি'-র নায়ক রুবেল দাসের সঙ্গে জুটি বাঁধবেন বলে খবর । এখন সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে । কোনও কিছুই চূড়ান্ত হয়নি । সব কিছু ঠিক থাকলে পুজোর পরই হবে লুক সেট । নতুন সিরিয়ালের প্রযোজনার ভার থাকবে চ্যানেলের উপর । এখন অভিনেত্রীর ফ্লোরে ফেরার অপেক্ষায় অনুরাগীরা ।
আরও পড়ুন, Tanushree Chakraborty : কিডনিতে ইনফেকশন, হাসপাতালে ভর্তি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
ছোটপর্দায় ফিরে আসা নিয়ে আগে পল্লবী জানিয়েছিলেন, জবার ইমেজ ভাঙতে চান তিনি । নতুনভাবে দর্শকদের কাছে ধরা দিতে চান । তাহলে কি এই নতুন ধারাবাহিকে একেবারে অন্যভাবে দেখা যাবে পল্লবীকে ? রুবেলের সঙ্গে তাঁর রসায়ন কেমন হবে, সেই অপেক্ষায় দর্শকরা ।