ছোট পর্দা থেকেই কেরিয়ার শুরু তাঁর । বর্তমান সিরিজ, সিনেমাতেও চুটিয়ে কাজ করছেন । তার মাঝেই বিভিন্ন ধারাবাহিকেও ঝলক মিলেছে অভিনেত্রী সৃজলা গুহ-র । এবার স্টার জলসার আরও একটা সিরিয়ালে এন্ট্রি নিলেন অভিনেত্রী । 'কথা' ধারাবাহিকে বিশেষ চরিত্রে নজর কাড়বেন 'মন ফাগুন'-এর পিহু ।
সঞ্চালকের ভূমিকায় অভিনয় করছেন সৃজলা । ধারাবাহিকের একটি এপিসোডের দৃশ্য প্রকাশ্যে এনেছে স্টার জলসা । যেখানে দেখানো হচ্ছে, একটি শো-এ এভি তাঁর ক্যাফে-র ঘোষণা করছে । সেই শো-এর সঞ্চালনা করছেন সৃজলা । ধারাবাহিকে তাঁর আসল নামই ব্যবহার করা হয়েছে ।
স্টার জলসার 'কথা' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে । মাঝে মধ্যে টিআরপি তালিকায় সেরা দশের মধ্যে জায়গা করে নেয় ধারাবাহিকটি ।