বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হয় টেলিপাড়ার চেনা মুখ অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের। অভিনেত্রীর বয়স ২৯ বছর। শনিবার রাতে রেন্ট বাইকে শ্যুটিং সেরে ফিরছিলেন সুচন্দ্রা। তখনই ঘটে দুর্ঘটনা। ঘোষপাড়া রোডের কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে, ব্রেক কষে বাইক। তখনই রাস্তায় পড়ে যান অভিনেত্রী, তাঁকে পিষে দিয়ে যায় একটি ১০ চাকার লরি। রবিবার সকালে ঘাতক লরির ড্রাইভারকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ।
Sara ali Khan-Ibrahim: বলিউডে পা রাখতে চলেছেন নবাব পুত্র ইব্রাহিম, 'সুখবর' জানালেন দিদি সারা
‘গৌরী এলো’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুঁড়িয়ে যায় হেলমেট। কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ওই রাস্তার যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।