আচমকা উচ্ছেবাবু ওরফে আদৃত রায়ের (Adrit Roy) ফেসবুক পোস্ট দেখে মন খারাপ মিঠাইপ্রেমীদের। শনিবার রাতে আদৃতের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয় হইচই। ভিডিয়ো শেয়ার করে অভিনেতা জানান, মনোহরার সেটে শেষ শট দিয়েছেন তিনি। জার্নির শুরু ২০২০ সালের ডিসেম্বরে৷ এরপর কেটে গিয়েছে প্রায় দুই বছর। কিন্তু আর মোদক বাড়ির সিঁড়ি দিয়ে গটগট করে নামা হবে না সিদ্ধার্থ মোদকের।
Robot Manicure: নেইল এক্সটেনশন, নেইল পেইন্ট এবার করবে রোবটই , দেখুন ভিডিয়ো
এই ভিডিয়ো সামনে আসতেই প্রশ্ন উঠছিল তবে কি শেষ হচ্ছে মিঠাই? উত্তরটা আদৃতই যদিও দিয়েছেন একদম শেষ লাইনে। আসলে 'শ্রী ভারতলক্ষ্মী' স্টুডিয়োর মনোহরা সেট ছাড়তে হচ্ছে মিঠাই পরিবারকে। গল্পের গতি আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বলছে মিঠাই-য়ের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। কিন্তু পরিচালক জানান,‘আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি মিঠাই শেষ হওয়ার ব্যাপারে। তবে হ্যাঁ, যার শুরু আছে তা শেষ তো হবেই’।