মিঠাই শেষ হয়ে গেলেও পর্দার উচ্ছেবাবুর জনপ্রিয়তা কিন্তু বিন্দুমাত্রও কমেনি। বড়পর্দাতেই ইন্ডাস্ট্রিতে অভিষেক অভিনেতা আদৃত রায়ের। কিন্তু মিঠাই তাঁর জীবনের গেম চেঞ্জার। ইতিমধ্যেই ছোটপর্দার মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু হাত দিয়েছেন ছবির কাজে। অনুরাগীদের প্রশ্ন আদৃত ফিরবেন কবে। এবার সুখবর। শোনা যাচ্ছে খুব শিগগিরিই নতুন সিরিয়াল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা আদৃত রায়। তাঁর নায়িকা নাকি এবার সৃজলা গুহ।
Panchayat Results 2023: TMC ১৪,৬৬৭ , BJP ৩৩৪৪, CPM ১০৮৬ ,CONG ৭৮৩ গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী
এই ব্যাপারে কী মত অভিনেত্রীর?
অভিনেত্রী এই খবর শুনে কার্যত আকাশ থেকে পড়লেন। বুঝিয়ে দিলেন এই খবর পুরোটাই রটনা। সংবাদ মাধ্যমকে তিনি জানান এরকম কোনও পরিকল্পনা নেই তাঁর। এই মুহূর্তে ছোট পর্দার কোনও কাজ ও করছেন না তিনি। এদিকে সিরিয়াল শেষের পরেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন আদৃত। দিদিয়া কৌশাম্বি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম এখন টক অফ দ্য টাউন।