ঐন্দ্রিলার শারীরিক অবস্থা 'অতি সংকটজনক' । টানা ১৯ দিন ধরে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা । আর তাঁর সঙ্গে লড়াই চলছে আরও কতগুলো মানুষের । শুক্রবার রাতে শারীরিক অবস্থার উন্নতি হলেও, শনিবার রাতে একাধিকবার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার । মেয়ের কষ্ট স্বাভাবিকভাবেই আর সহ্য করতে পারছেন না ঐন্দ্রিলার মা । দিন-রাত হাসপাতালে পড়ে রয়েছেন । তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি কিছু বলার মতো অবস্থায় নেই । তাঁর মেয়ে সত্যিই ভাল নেই ।
ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর থেকে একবারও সংবাদমাধ্যমের মুখোমুখি হননি সব্যসাচী চৌধুরী । অভিনেত্রীর পরিবারের তরফে দু-একবার মা শিখা শর্মার প্রতিক্রিয়া পাওয়া গেলেও গত কয়েকদিন ধরে তাঁরা সবকিছু থেকে দূরেই ছিলেন । শনিবার রাতে ঐন্দ্রিলার একাধিকবার হার্ট অ্যাটাকের পর সব্যসাচীর ফেসবুক পোস্ট ডিলিট অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে ফের জল্পনা বাড়িয়ে দেয় । এখন কেমন আছেন অভিনেত্রী ? তা জানতে সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে ঐন্দ্রিলার মা শিখা শর্মার সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি জানান, কারও ফোন ধরছেন না । হাসপাতালেই রয়েছেন । সবাই তো সব কিছুই জানে, তিনি এই মুহূর্তে কিছু বলার অবস্থায় নেই । শিখা শর্মা বলেন, "ভাল নেই, আমার মেয়েটা সত্যিই ভাল নেই।" সেইসঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ না করার আর্জি জানিয়েছেন তিনি ।
শুক্রবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয় । সেদিনই সব্যসাচী ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী শারীরিক উন্নতি নিয়ে আশার কথা শোনান । শনিবার সকালেই হাসপাতালের তরফে বলা হয়, ঐন্দ্রিলার অবস্থা সংকটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রোপেস দেওয়া হয়েছে। তাঁর শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ৫, যা সাধারণ মানুষের শরীরে থাকে ১৫। এর পরেই শনিবার সন্ধেয় ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয় । যা চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের । যদিও এরপরেই তাঁকে 'রিভাইভ' করা সম্ভব হয়েছিল বলেই প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল ।
এদিকে, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পরেই ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট ডিলিট করেন সব্যসাচী । কেন পোস্ট ডিলিট করলেন, তা নিয়ে শুরু হয় জল্পনা । জল্পনার মধ্যে রবিবার সকালে জানা গেল, শনিবার রাতে আরও অবস্থার অবনতি হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ।