'ডান্স ডান্স জুনিয়র'(Dance Dance Junior 3)-এর তৃতীয় সিজন শেষ হয়ে গেল রবিবার । সেইসঙ্গে বছরের প্রথম দিনে রিয়্যালিটি শো-এর মঞ্চ পেল একজন নয়, দু'জন বিজয়ীকে । এবার সেরার মুকুট উঠল আনন্দ (Ananda) এবং কথাকলির (Kathakali) মাথায় । চারজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উইনারের ট্রফি ছিনিয়ে নিল তারা ।
প্রথম রানার আপ হয়েছে অনুষ্কা । দ্বিতীয় রানার আপ হয়েছে সমৃদ্ধি। একইসঙ্গে পপুলার চয়েস উইনারের খেতাব পেয়েছে সমৃদ্ধি । রবিবার গ্র্যান্ড ফিনালে-তে বিশেষ অতিথি হিসাবে দেখা গিয়েছে যিশু সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্তর । পাশাপাশি স্টার জলসা পরিবারের সদস্যদেরাও উপস্থিত ছিলেন । এদিকে, ডান্স ডান্স জুনিয়রের গ্র্যান্ড ফিনালের পর আবেগঘন হয়ে পড়েন দেব । সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘ধন্যবাদ স্টার জলসা ডান্স ডান্স জুনিয়র সিজন ৩-র জন্য । খুব মিস করব এই শো । সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রচেষ্টাকে সফল করে তোলবার জন্য ।'
আরও পড়ুন, New movie Fatafati : '২৫ কিলো ওজন বাড়িয়েছিলাম...',নতুন বছরে 'ফাটাফাটি' খবর দিলেন ঋতাভরী
‘ডান্স ডান্স জুনিয়র’-এর জায়গায় এবার থেকে স্টার জলসায় দেখা যাবে গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার ৪’। এই শো-এ সঞ্চালনার দায়িত্বে থাকছেন যিশু সেনগুপ্ত । বিচারকের আসনে মোনালি ঠাকুর, রূপম ও শান । ৭ জানুয়ারি থেকে সম্প্রচারিত হবে শো ।