বৃহস্পতিবার মানেই রেজাল্ট বেরোনোর দিন। সারা সপ্তাহে কোন ধারাবাহিক কতটা এগোলো, কেমন ফল করল তার তালিকা প্রকাশ্যে। এই সপ্তাহেও এক ইঞ্চিও জায়গা না ছেড়ে টপার ষ্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া ‘, সূর্য দীপার প্রাপ্ত নম্বর ৮.৬। দ্বিতীয় ধারাবাহিক ‘ফুলকি’ (৭.৯), তুলনামূলক খারাপ ফলাফল জগদ্বাত্রীর। তৃতীয় স্থানে একসময়ের টপার এই ধারাবাহিক। জগদ্বাত্রীর প্রাপ্ত নম্বর ৭.৫। চমক ‘হরগৌরী পাইস হোটেল’ এর রেজাল্টে। অনেক পিছন থেকে এক ধাক্কায় চারে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
Ajay Chakraborty- NABC: শুধু জয়তীই নন, উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে অপমানিত পণ্ডিত অজয় চক্রবর্তীও
এছাড়া ,পঞ্চম- রাঙা বউ/ বাংলা মিডিয়াম (৬.৭)
ষষ্ঠ- নিম ফুলের মধু (৬.৬)
সপ্তম- পঞ্চমী (৬.০)
বরং এক লাফে অনেকটা নম্বর কমেছে ‘নিম ফুলের মধু’র, রাঙাবউ ধরে রেখেছে নিজের জায়গা।