বৃহস্পতিবার মানেই টেলিভিশনের ধারাবাহিকগুলির রেজাল্ট বেরোনোর দিন। প্রতি সপ্তাহের মতো এবারেও সামনে এসেছে TRP তালিকা। ফের শীর্ষ স্থান দখল ‘অনুরাগের ছোঁয়া’, ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৪. অন্যদিকে একটুর জন্য প্রথম স্থান কান ঘেঁষে বেরিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে, জগদ্বাত্রী। প্রাপ্ত নম্বর ৮.৩, ৮.১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ফুলকি।
Ranjit Mallick: 'চাবকে পিঠের...' না না! রিটায়ার করছেন রঞ্জিত মল্লিক, সেই নিয়ে বিস্তর প্ল্যান
তবে এবার তুলনামূলক ভালো ফল দুটি নতুন ধারাবাহিক, ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘;সন্ধ্যাতারা’র। দুটি ধারাবাহিকে প্রথম ১০ এ জায়গা করে নিয়েছে। ‘রাঙা বউ’ রয়েছে চার নম্বরে, ৫ নম্বরে রয়েছে ‘নিম ফুলের মধু।’