জীবন পদ্ম পাতায় জলের বিন্দুর মতো। তাই যতদিনই বাঁচুন না কেন জমিয়ে বাঁচতে হবে। সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক কূটকচালি, কিংবা মেয়েদের লড়াইয়ের গল্প নিয়ে একাধিক মেগা ইতিমধ্যেই হয়েছে। ষ্টার জলসায় এবার আসছে জমিয়ে বাঁচার গল্প ‘জল থই থই ভালবাসা’
Mahalaya 2023: ফুলকি থেকে পর্ণা, জগদ্বাত্রী থেকে রাণীমা! 'নবপত্রিকা'য় কোন দেবীর রূপে কোন নায়িকা?
এই মেগার হাত ধরে ফের ছোট পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। একেবারে চনমনে চরিত্রে তিনি। নাচ, গান , কবিতা থেকে রান্না বান্না সবই জানেন তোতার মা কোজাগরী বসু। মা মেয়ের এই চমৎকার রসায়নই দেখা যাবে ষ্টার জলসার এই নয়া মেগায়। তোতার ভূমিকায় অনুশা বিশ্বনাথন।