'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর পর ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সূত্রের খবর, স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা।
এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র শঙ্কর এবং ঐশানীর জীবনে একাধিক ঝড়ঝাপটা নিয়েই এই ধারাবাহিক। যেখানে প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটছে। এর মধ্যেই জানা গিয়েছে, গল্পে আসতে চলেছে নতুন টুইস্ট।
আরও পড়ুন - অঙ্কুশের 'মুখ' নিয়ে খোঁটা মিমির, পেলেন কড়া উত্তরও ! ব্যাপারখানা কী ?
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। যেখানে দেখা যাচ্ছে একটি রান্না প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন এই দম্পতি। আর সেখানেই বিচারক হিসেবে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতাকে।