সদ্য ধারাবাহিকে বিবাহবার্ষিকী উদযাপন হয়েছে লক্ষ্মী কাকিমার (\Lokkhi Kakima) । বাস্তব জীবনেও তার সময় এসেছে । দেখতে দেখতে প্রায় ২৫টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন অপরাজিতা আঢ্য ও অতনু হাজরা (Aparajita Auddy-Atanu Hazra) । এবার ঋষিকেশেই বিবাহবার্ষিকীর উদযাপন করছেন তাঁরা । বিশেষ দিনে বিবাহিত জীবনের সুন্দর স্মৃতিগুলোকেই সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেছেন অপরাজিতা (Aparajita Auddy's Marriage Anniversary) ।
বরাবরই শাশুড়ির প্রশংসা শোনা গিয়েছে অপরাজিতার গলায় । এদিনের পোস্টেও ছিল শাশুড়ির কথা, পরিবারের কথা । আর স্বামী অতনু ? অপরাজিতা লেখেন, 'ভাবছেন এত কিছু বললাম বর মশাই এর ব্যাপারে কিছু তো বললাম না ২৫ বছরের বিবাহ বার্ষিকী তে। ওটা নাহয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে । আগেও বরকে নিয়ে খুব কম কথাই বলতে শোনা গিয়েছে অপরাজিতাকে । এতে কি কোথাও বরমশাইয়ের অভিমান হয় ? অতনু এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৫ বছরে অপরাজিতা কখনও অভিমান করার সুযোগই দেননি । তাঁর কথায়, পর্দায় যেমনভাবে অপরাজিতাকে দর্শক দেখেন, বাস্তবেও 'অপা'তেমনই । সবাইকে নিয়ে চলেন, সবার বিপদে ঝাপিয়ে পড়েন । হইহই করতে ভালবাসেন । আর দিনের শেষে নিজেদের ভাল-মন্দ নিজেরাই বসে মিটিয়ে নেওয়া যার জের আর পরের দিন থাকে না ।
অতনুর কথায়, স্ত্রী আজ আগের থেকেও বেশি আত্মবিশ্বাসী । জীবনের উত্থান-পতন দেখতে দেখতে, নিজেকে প্রমাণিত করতে করতেই এ গুলো সম্ভব হয়েছে। এবং স্ত্রীর সাফল্য প্রতি মুহূর্তে গর্বের সঙ্গে উপভোগ করে চলেছেন তিনি।