কাগজে কলমে চার-হাত এক হয়েছে আগেই । চলতি বছর ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছোটপর্দার দুই পরিচিত মুখ অর্ণব- (Arnab Banerjee) ও ইপ্সিতার (Ipshita Mukherjee) । কিন্তু, টলিপাড়ায় জোড় গুঞ্জন, দু'জনের সম্পর্কে অবনতি হয়েছে । এই মিষ্টি জুটির সম্পর্ক নাকি এখন ভাঙনের মুখে । সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন অর্ণব-ইপ্সিতা (Arnab-Ipsita Divorce rumour) দু'জনেই ।
তাঁদের বিচ্ছেদ নিয়ে ইপ্সিতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনই তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাইছেন না । যদি কিছু জানানোর হয়, তাহলে তিনি নিজেই সব জানাবেন । অন্যদিকে, আলতা ফড়িংয়েক 'ব্যাঙ্কবাবু'-র কথায়, আপাতত আলাদা রয়েছেন তাঁরা । এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি । তবে, অনেকেই অনুমান করছেন, দু'জনের মধ্যে হয়তো সাময়িক দূরত্ব তৈরি হয়েছে । খুব শীঘ্রই সব দূরত্ব মিটে যাবে, এই আশাই করছেন তাঁর অনুরাগীরা ।
আরও পড়ুন, IFFI 2022 : IFFI-এ এবার বাংলা থেকে মনোনীত দু'টি সিনেমা, সুখবর শেয়ার করলেন অরিন্দম শীল
জানুয়ারি মাসে আইনি বিয়ের পর্ব সেরেছেন অর্ণব-ইপ্সিতা। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন দু'জনে । মাঝেমধ্যেই পরস্পরের সঙ্গে রোম্যান্টিক ছবিও শেয়ার করেন তাঁরা । এই মুহূর্তে 'ধূলোকণা' এবং 'এক্কাদোক্কা'ধারাবাহিকে দেখা যাচ্ছে ইপ্সিতাকে । খুব শীঘ্রই তাঁর 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'সিনেমাটি মুক্তি পাবে । অন্যদিকে,'আলতা ফড়িং'-এ দেখা যাচ্ছে অর্ণবকে । যদিও, অভিনেতা এখন ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছেন ।