বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা। এই মুহূর্তে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে সকলের প্রিয় 'ইন্দিরা দিদমণির' চরিত্রে অভিনয় করছেন তিনি। রিল আর রিয়েল লাইফে তিয়াশা একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তিনি শেয়ার করে থাকেন রকমারি রিল, ভিডিয়ো, ছবি। তাঁর ভক্তের সংখ্যাও নেহাৎ কম নয়। কিন্তু এবার তিয়াশার হুঁশিয়ারি অ্যাটিটিউড দেখালেই ব্লক করবেন তিনি।
ব্যাপারটা কী জানেন? আসলে সম্প্রতি একটি রিল শেয়ার করেছেন তিয়াশা। যেখানে তিনি বলেছেন, 'যে আমাকে এ ফর অ্যাটিচিউড দেখাবে, তাঁকে আমি বি ফর ব্লক করে দেব।’ তাঁর এই ভিডিয়ো এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ‘কৃষ্ণকলি’র পর ‘বাংলা মিডিয়াম’ তিয়াশা অভিনীত দ্বিতীয় সিরিয়াল। এই সিরিয়ালে তিনি আবারও জুটি বেঁধেছেন অভিনেতা নীল ভট্টাচার্যের সাথে।