বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' (Mithai) । গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি (TRP) লিস্টে একেবার প্রথম স্থান ধরে রেখেছে ধারাবাহিকটি । দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতি সপ্তাহে 'মিঠাই'-এর গল্পে নিত্য নতুন মোড় আসছে । এবার দর্শকদের জন্য মোদক পরিবারের বিশেষ উপহার সরস্বতী পুজো স্পেশাল পর্ব (Sarswati Puja Special Episode) । এই পর্বেই ইংরেজিতে হাতেখড়ি হবে মিঠাইয়ের ।
সম্প্রতি, চ্যানেলের তরফে একটি প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে । প্রোমো বলছে, তার উচ্ছেবাবুর কাছেই মিঠাইয়ের হাতেখড়ি হবে । একেবারে বউয়ের হাত ধরে স্লেট-চকে ইংরেজিতে লিখতে শেখাবে সিড । প্রোমোর ঝলকে দেখা যাচ্ছে, মোদক পরিবারের সবাই হলুদ পোশাকে বাগদেবীর আরাধনায় ব্যস্ত । সেইসময় সিডের দাবি, এতদিন মিঠাই কোনওরকম দ্বিধা ছাড়াই ভুল ইংরেজি বলে এসেছে । এবার সঠিক ইংরেজি শিখতে হবে তাকে ।
আরও পড়ুন, Didi No 1: শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন শো, দিদি নাম্বার ওয়ান? কী বললেন রচনা?
এরপরেই মিঠাইয়ের হাত ধরে সিদ্ধার্থ ইংরেজিতে লেখে, ‘আমি আমার পরিবারকে ভালবাসি।’ মিঠাইয়ের এই অভিনব হাতেখড়ির সাক্ষী থাকল গোটা মোদক পরিবার । এই বিশেষ পর্বের সাক্ষ্মী থাকবেন দর্শকরাও ।
প্রসঙ্গত, রেটিং চার্টে বেশ কয়েক সপ্তাহ ধরে শীর্ষ স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক । মিঠাই-এর মিষ্টতা, মোদক পরিবারের হাসি-কান্না, মিঠাই-উচ্ছেবাবুর দুষ্টু মিষ্টি প্রেম দর্শকরা বেশ পছন্দ করছেন । তবে, গত সপ্তাহের রেটিংয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক ‘গাঁটছড়া’ আর ‘মন ফাগুন’।