গত সপ্তাহ থেকেই বড়সড় রদবদল দেখা গিয়েছে TRP তালিকায়। দীর্ঘ কয়েক সপ্তাহের টপার ‘অনুরাগের ছোঁয়া’, গত সপ্তাহের মতো এসপ্তাহেও পিছিয়ে পড়েছে। সূর্য-দীপার মান-অভিমান দর্শকদের কাছে একঘেয়ে হতেই ৮.২ নম্বর নিয়ে প্রথম স্থান ছিনিয়ে নিল ‘জগদ্বাত্রী’। ‘অনুরাগের ছোঁয়া ‘ দ্বিতীয়তে, প্রাপ্ত নম্বর ৭.৭।
Parambrata Chaterjee: বাংলা টেলিভিশনে শার্ক ট্যাঙ্ক! সঞ্চালনায় 'ফেলুদা'?
‘নিম ফুলের মধু’ ধারাবাহিককে পিছনে ফেলে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’ (৭.৫), চতুর্থ স্থানে নিম ফুল প্রাপ্ত নম্বর ৭.৪। একের পর এক চ্যালেঞ্জ জিতে দত্ত বাড়িতে হইচই ফেলে দিয়েছে পর্ণা । সেইসঙ্গে দর্শকদের ড্রয়িংরুমেও । পঞ্চম ‘রাঙা বউ’ প্রাপ্ত নম্বর ৬। প্রথম দশে জায়গা নেই ‘মিঠাই’ ধারাবাহিকের। ‘বালিঝড়’ শুরুতেই শেষ। নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এর প্রাপ্ত নম্বর ৩.২।
ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৫.৮)
সপ্তম- পঞ্চমী (৫.৭)
অষ্টম- মেয়েবেলা (৫.৫)
খেলনা বাড়ি (৫.৫)
নবম- গাঁটছড়া (৫.৩)
দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.২)