চলছে আইপিএল। এর জেরেই এই সপ্তাহেও টিআরপি তালিকায় সমস্ত ধারাবাহিকেরই কমেছে নম্বর। এই সপ্তাহে যৌথভাবে টপে ‘অনুরাগের ছোঁয়া’,এবং ‘জগদ্বাত্রী’ যদিও দুই ধারাবাহিকেরই নম্বর কমেছে অনেকটাই। প্রাপ্ত নম্বর মাত্র ৭.৮। এই দুই মেগার টক্কর চলছে অনেক সপ্তাহ ধরেই। দ্বিতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’, এর প্রাপ্ত নম্বর ৭.৫। ইশান গৌরীর জীবনে ফিরেছে এখন। মা হয়েছে গৌরী। তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ এর প্রাপ্ত নম্বর ৭। সৃজন পর্ণার রসায়নও মন কেড়েছে দর্শকদের।
এদিকে ৪ নম্বরে রয়েছে ‘রাঙা বউ’ , পঞ্চম স্থানে যুগ্ম ভাবে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ এবং ‘এক্কা দোক্কা’ । বীথির চরিত্র থেকে রূপা সরতেই তার স্পষ্ট ছাপ পড়েছে TRP তালিকায়।