টলিউডের জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তীব্র গরম থেকে খানিক রক্ষা পেতে এইসময় কাশ্মীর ভ্রমণ করেন অনেকে। কিন্তু অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় শ্যুটিং এর ফাঁকে সময় সুযোগ পেলেই ঘন ঘন কাশ্মীর উড়ে যান ভাস্বর। ইন্ডাস্ট্রিতে রটনা রয়েছে ভাস্বরের নাকি কোনও লুকোনো সম্পর্ক রয়েছে কাশ্মীরে। একাধিকবার কাশ্মীরের বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করেছেন ভাস্বর।
এবার এর উত্তরে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা। জানালেন, তিনি কাশ্মীরে যান কারন ওখানে তাঁর বন্ধুরা রয়েছে। তাঁদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তিনি। কুৎসাকে খুব একটা পাত্তা দিতে রাজি নন তিনি ,এমনটাই জানিয়েছেন ভাস্বর।