ইন্সপেক্টর ফ্রেডরিক্স ওরফে জনপ্রিয় CID ধারাবাহিকের ফ্রেডি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা দীনেশ ফাডনিশ (Dinesh Phadnish)। জানা গিয়েছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে। এই মুহূর্তে অভিনেতাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
Sandipta Sen Engagement: 'মন একে একে দুই...' ভালবাসার মরসুমে আংটি বদল, এখন থেকে 'এনগেজড' সন্দীপ্তা
শুক্রবার রাতে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়, কিন্তু বর্তমানে তুলনামূলক উন্নতি হয়েছে। তাঁকে দেখতে এখনও পর্যন্ত হাসপাতালে গিয়েছেন CID এর অনেক অভিনেতারাই।