অক্টোবরে শুরু হয়েছিল পথ চলা । দীর্ঘ ৭ মাসের জার্নি শেষ হল রবিবার । দাদাগিরি সিজন ১০-এর গ্র্যান্ড ফিনালে হল গ্র্যান্ডভাবেই । ফাইনালে ছ'টি জেলা অংশগ্রহণ করেছিল । তবে, শেষপর্যন্ত বাজিমাত করল হুগলি । পশ্চিম মেদিনীপুরকে ৭৬ অঙ্কের ব্যবধানে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিলেন হুগলির চার প্রতিনিধি ।
শুরু থেকেই অনেকটা এগিয়ে ছিল হুগলি। ফাইনাল রাউন্ডেও হাড্ডাহাড্ডি লড়াই সেভাবে ছিল না । অনেক আগেই বোঝা গিয়েছিল, দাদাগিরি-র চ্যাম্পিয়ন হবে হুগলি । এই জেলা থেকে খেলায় অংশ নিয়েছিলেন নিখিল সরকার, ইন্দ্রজিৎ মোদক, সুমন কুমার নিয়োগী ও প্রতিমা পাল । তাঁদের মধ্যে সেরা হয়েছেন ইন্দ্রজিৎ মোদক । রাজ্যের যে কোনও জেলায় পছন্দমত ফ্ল্যাটবাড়ি পাবেন তিনি । এছাড়া বিজয়ী দল সবমিলিয়ে প্রায় ৫০ লাখের কাছাকাছি পুরস্কার পেয়েছে ।
দাদাগিরি-র গ্র্যান্ড ফিনারে-র শুরুটা হয়েছিল জাঁকজমকভাবেই । ফাইনালে অংশ নিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম । প্রত্যেক জেলাকে নাচে-গানে-কবিতায় বর্ণনা করা হয় শো-এর শুরুতেই । তার আগে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিমের নাচ মুগ্ধ করেছে দর্শকদের । দাদাগিরি-র ফাইনালে এসেছিলেন সুখবিন্দর সিং-ও ।