শেষের পথে ছোটপর্দার জনপ্রিয় শো 'দাদাগিরি' । আজ, 'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালে (Dadagiri Grand Finale) । এদিন, এই সিজনের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে জি বাংলায় । গ্র্যান্ড ফিনালে হতে চলেছে তারকাখচিত পর্ব । থাকছে একাধিক চমক । দাদাগিরি-র মঞ্চ মাতাতে দেখা যাবে বড় ও ছোট পর্দার একাধিক তারকাকে । তারকাদের নাচ-গান- আড্ডা এবং সেই সঙ্গে প্রতিযোগীদের বুদ্ধিমত্তার লড়াই, সব মিলিয়ে জমজমাট হতে চলেছে দাদাগিরির (Dadagiri) গ্র্যান্ড ফিনালে ।
কারা কারা থাকছেন ?
গ্র্যান্ড ফিনালের মঞ্চ মাতাতে আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) । 'আয় খুকু আয়' প্রমোশন উপলক্ষে বিশেষ পারফরম্যান্স রয়েছে তাঁদের । এমনকি, প্রসেনজিতের সঙ্গে কোমর দোলাতেও দেখা যাবে দাদাকে । আর এবার দাদাগিরি-র সবথেকে বড় চমক সৌরভ (Sourav Ganguly) ও ডোনার কাপল পারফরম্যান্স । যার ঝলক চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে । তবে শুধু নাচ, গান নয়, মঞ্চে হাসির ফোয়ারা তুলতে চলেছেন বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক । সকলের প্রিয় মিঠাই রানি অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডুর স্পেশ্যাল পারফরম্যান্স রয়েছে । এছাড়া নীল ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য সহ একাধিক ছোটপর্দার তারকা উপস্থিত থাকছেন দাদাগিরি-র ফাইনালে । এককথায় জমজমাট হতে চলেছে 'দাদাগিরি সিজন নাইন'-এর গ্র্যান্ড ফিনালে পর্ব । একইসঙ্গে নজর থাকবে, কোন জেলা এবার দাদাগিরিতে বাজিমাত করে ।
প্রথম সিজন থেকেই 'দাদাগিরি'র জনপ্রিয়তা নজরকাড়া । এতদিন শনি ও রবিবার ঘড়ির কাঁটা সাড়ে ৯টার ঘর ছুঁতেই তাঁদের প্রিয় শো দেখার জন্য টিভির সামনে বসে পড়তেন সবাই । বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় 'দাদাগিরি' । এবছরের জন্য শেষ হতে চলেছে এই শো । স্বাভাবিকভাবেই মন খারাপ দর্শকদের । এবার থেকে 'দাদাগিরি'-র জায়গায় দেখা যাবে 'সারেগামাপা'।