'সারেগামাপা' শেষ হচ্ছে ৫ ফেব্রুয়ারি । ওইদিন রিয়্যালিটি শোয়ের মেগা ফাইনাল । তবে, শনি-রবিবার রাত সাড়ে ৯টার স্লট কিন্তু ফাঁকা থাকছে না । দর্শকদের জন্য সুখবর, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 'ডান্স বাংলা ডান্স '। এবারের সিজনে ফিরছেন মহাগুরু । প্রায় দশ বছর পর টেলিভিশনে কামব্যাক হচ্ছে মিঠুন চক্রবর্তীর । সেইসঙ্গে আরও একটা চমক হল রিয়ালিটি শোয়ে প্রথমবার বিচারকের আসনে দেখা যাবে বলি তারকা ও বাংলার মেয়ে মৌনি রায় ।
মৌনি ছাড়া বিচারক হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ সঞ্চালনার দায়িত্বে থাকছেন অঙ্কুশ হাজরা । গত সিজনেও সঞ্চালনার দায়িত্ব সামলেছেন, তবে জুটিতে ছিলেন বিক্রম । এবার একাই সেই দায়িত্ব সামলাতে হবে অঙ্কুশকে । ইতিমধ্যেই শোয়ের প্রোমো চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে ।
সারা বাংলা থেকে প্রতিযোগীরা এই নাচের শোয়ে অংশ নিচ্ছেন । বয়সের কোনও সীমারেখা থাকছে না । ফের 'মহাগুরু'-র আসনে মিঠুনকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা ।