মঙ্গলবার বিয়ের ১১ বছর পূর্ণ করলেন হিন্দি টেলিজগতের জনপ্রিয় জুটি গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary) ও দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee) । বিশেষ দিনে একে অপরকে একটু অন্যভাবেই শুভেচ্ছা জানালেন দেবিনা-গুরমিত । ভূবন বাদ্যকারের বিখ্যাত 'কাঁচাবাদাম' গানে (Kacha Badam) জমিয়ে নাচলেন অন্তসঃত্ত্বা দেবিনা । সঙ্গী গুরমিতও ।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে সেই নাচের ভিডিয়োও পোস্ট করেছেন দেবিনা । দুজনেই পরেছেন সাদা টি-শার্ট । দেবিনার চোখে-মুখে মাতৃ্ত্বের জেল্লা । কাঁচাবাদাম গানে রিল ভিডিও তৈরি করে এভাবেই বিবাহবার্ষিকী (Wedding Anniversary) উদযাপন করলেন এই তারকা জুটি । কমেন্ট বক্সে তাঁদের বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে অনুরাগীরা ।
আরও পড়ুন, New Tele Serial : জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'গৌরী এলো', শুরুতেই ট্রোলের মুখে ধারাবাহিক
২০০৬ সালে প্রথম ধারাবাহিক ‘রামায়ণ’-এ অভিনয়ের সময়েই পর্দার রাম-সীতার প্রেম গড়ায় বাস্তবেও । ২০১১ সালে বিয়ে করেন তাঁরা । শোভাবাজারের মেয়ে দেবিনা । ২০১১ সালে তাঁদের বিয়ে বাঙালি রীতি মেনে হয়নি । হাতে শাখা-পলা, বেনারসি পরে বিয়ে করার ইচ্ছা ছিল তাঁর । দেবিনার সেই ইচ্ছা পূরণ হয় গতবছর । ২০২১-এ ফের সাত পাক ঘোরেন দেবিনা-গুরমিত । বিয়ের ১১ বছর পর এবার তাদের ঘরে আসতে চলেছে নতুন সদস্য । কয়েকদিন আগেই নতুন অতিথি আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই তারকা জুটি ।