হোম ডেলিভারির (Khukumoni Home Delivery) ব্যবসা অনেকদিনই শেষ হয়েছে । এবার নতুন ব্যবসা শুরু করেছেন পর্দার খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit ) । খুলে ফেলেছেন একটি ফিটনেস স্টুডিও (Fitness Studio) । তার শুভ উদ্বোধন ৩০ জুন । না, নতুন কোনও ধারাবাহিকের গল্প নয় । বাস্তবেই, সম্পূর্ণ নতুন পথে পা বাড়িয়েছেন দীপান্বিতা ।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী । ওই ভিডিওতে তাঁর নতুন জিমের উদ্বোধনের কথা জানিয়েছেন । বন্ধুর সঙ্গে মিলে এই ফিটনেস স্টুডিও খুলেছেন দীপান্বিতা । তিনি ভিডিওতে জানিয়েছেন, এই ফিটনেস স্টুডিওতে জিমের পাশাপাশি থাকবে জুম্বা, যোগাভ্যাসের সুবিধা । অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে । ভাল একটি অফারও চলছে বলে জানিয়েছেন অভিনেত্রী ।
আরও পড়ুন, Sunil Chhetri: দেরিতে হলেও সই! সুনীল ছেত্রীকে পাত পেড়ে জামাই ষষ্ঠী খাওয়ালেন শ্বশুর সুব্রত ভট্টাচার্য
গত বছর নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয় ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery)। ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপান্বিতা । এবছর ১ মে ‘খুকুমণি হোম ডেলিভারি’-র শেষ পর্ব স্টার জলসায় সম্প্রচারিত হয়েছে ।