‘করুণাময়ী রাণী রাসমণি’(Karunamoyee Rani Rashmoni)-তে ফিরছেন 'রানিমা' । সাদা থানে ফের দেখা যাবে দিতিপ্রিয়াকে (Ditipriya) । জানা যাচ্ছে, ধারাবাহিকের অন্তিম পর্বে আবারও দেখা দেবেন ‘রানিমা’। তবে একা নন, সঙ্গী নটী বিনোদিনী । ধারাবাহিকের অন্তিম পর্বের বড় চমক এটাই । ১৩ ফেব্রুয়ারি সন্ধে ৬টায় শেষবারের মতো সম্প্রচারিত হবে ধারাবাহিকটি ।
চ্যানেল সূত্রে খবর, শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা দিয়েই শেষ হবে পর্ব । সেখানেই দেখা যাবে ‘রানিমা’কেও । সম্ভবত, শেষ পর্বে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নটী বিনোদিনীর সাক্ষাৎপর্ব দেখানো হবে । নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে ‘মিঠাই’ ধারাবাহিকের ‘শ্রীতমা’ ওরফে দিয়া মুখোপাধ্যায়কে । শেষ পর্ব শ্যুট হয়েছে ১০ ফেব্রুয়ারি ।
পাঁচ বছরের সুদীর্ঘ পথ চলা এখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে । স্বাভাবিকভাবেই, ধারাবাহিকের কলাকুশলীদের মন খারাপ । উপালী চট্টোপাধ্যায় ফেসবুকে শুটিংয়ের শেষদিনের ছবি দিয়েছেন । উল্টে দেখেছেন স্মৃতির পাতা । তাঁর দাবি, এই কাজ আজীবন তাঁর প্রথম সারির কাজগুলির অন্যতম হয়ে থাকবে । সেইসঙ্গে ধারাবাহিকের পুরো কাস্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ।