মাথা ভর্তি সিঁদুর,কপালে চন্দনের কলকা । পরনে লাল বেনারসি । একেবারে লজ্জায় লাল 'গাঁটছড়া'-র (Tele Serial Gaatchora) বনি । হ্যাঁ, ঠিকই পড়ছেন । সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বনি ওরফে অনুষ্কা গোস্বামী (Anushka Goswami) । সবসময় শার্ট,ডেনিম পরা, সাদামাটাভাবে থাকা মেয়েটার লুক একেবারে বদলে গেল কীভাবে ? তাহলে কি বাস্তবে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami) !
সে প্রশ্নের উত্তর তো পাওয়া যায়নি । তবে, জানা যাচ্ছে, রিয়েল নয়, রিল লাইফেরই ছবি । ধারাবাহিকে দেখা যাচ্ছে কুণালের সঙ্গে বিয়ে হচ্ছে অন্য একজনের । শেষপর্যন্ত, অবশ্য বিয়ে হবে বনি-কুণালের । কনের সাজে সাজবে বনি । অনুষ্কা-র এই ছবি দেখে বোঝাই যাচ্ছে, বিয়ের পর্বের শুটিং সারা হয়েছে ইতিমধ্যেই । মনে করা হচ্ছে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা ।
এই মুহূর্তে ধারাবাহিকে কুণালের বিয়ের পর্ব দেখানো হচ্ছে । এদিকে, কুণালকে বিয়ে করতে দেখে খুশি নয় বনি । তার আচরণ দেখে সন্দেহ হচ্ছে খড়িরও । কুণালও দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে । এদিকে, প্রসূনের ফাঁদে পা দিতে চলেছে বনি । শেষপর্যন্ত কুণাল-বনির 'গাঁটছড়া' কীভাবে বাঁধবে খড়ি ? সেই অপেক্ষায় দর্শকরা ।