লক্ষ্মী কাকিমা সুপারস্টার শেষ হওয়ার পর, জি বাংলার পর্দায় নতুন রূপে ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 'ঘরে ঘরে জি বাংলা' নিয়ে তিনি পৌঁছে যান বাংলার বিভিন্ন জেলায় জেলায়। প্রতি এপিসোডেই বেশকিছু এমন মানুষের বাড়িতে অপরাজিতা পৌঁছন, যেখানে তাঁদের জীবনের বহু না-জানা কথা আমরা জানতে পারি। কখনও তারকা কখনও বা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তিনি খোঁজ নেন তাঁদের জীবনের। কদিন আগে ধারাবাহিকের 'জগদ্ধাত্রী'র বাড়িতে পৌঁছেছিলেন অভিনেত্রী। 'নিম ফুলের মধুর' মৌমিতার বাড়িতেও গিয়েছিল 'ঘরে ঘরে জি বাংলা'। এবার অপরাজিতা টিম নিয়ে পৌঁছল মুকুট ধারাবাহিকের 'লগ্না' ওরফে ইন্দ্রাক্ষীর বাড়িতে৷ সোমবার দেখা যাবে পর্বটি।
Gold And Silver Price: রবিবারেও সস্তা সোনা রুপো, জেনে নিন আজকের দর
অপরাজিতা ছাড়াও বিশ্বনাথও ঘরে ঘরে পৌঁছে দেন জি বাংলাকে। ইতিমধ্যেই নারীকেন্দ্রিক নন ফিকশনাল শো হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি নম্বর ওয়ান' দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এর মধ্যেই আরও একটি এমন শো আসলে টিআরপি তালিকায় জায়গা করে নেওয়ার জন্য যে জোরদার লড়াই চলবে তা আর বলার অপেক্ষা রাখে না।