একসময় TRP তালিকাতে নিয়মিত রাজ করত স্টার জলসার সিরিয়াল 'গাঁটছড়া'। খড়ি এবং ঋদ্ধিমানের প্রেম প্রথম থেকেই বেশ মনে ধরেছিল দর্শকদের। তবে এবার শোনা যাচ্ছে ধারাবাহিকের শেষের ইঙ্গিত। টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, গাঁটছড়া নাকি শেষ হতে চলেছে। পরিবর্তে সেই জায়গায় আসবে নতুন ধারাবাহিক 'বালিঝড়'। সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে না স্লট পরিবর্তন হচ্ছে সে নিয়ে যদিও এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি৷
Guddi Serial: নিজেকেই নিজে সিঁদূর পরিয়ে বিয়ে, 'গুড্ডি'র দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল
যদিও 'গাঁটছড়া'র অন্দরের খবর এপ্রিল অবধি শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ এই প্রসঙ্গে খড়ি ওরফে অভিনেত্রী শোলাঙ্কি রায় জানায়, তার কাছে এখনও এমন কোনও খবর নেই। যদিও এতদিন কেটে গেলেও এখনও TRP তালিকায় 'গাঁটছড়া'র মাটি বেশ শক্ত।