গত কয়েক সপ্তাহ ধরেই TRP তালিকায় এক চেটিয়া রাজ করছিল ‘জগদ্বাত্রী’, এবং ‘অনুরাগের ছোঁয়া’। তবে এবার এই দুই ধারাবাহিকের রাজত্বে ইতি টানল জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এলো’। এই সপ্তাহের TRP এর নিরিখে বেঙ্গল টপার ‘গৌরী এলো’, ঘোমটা কালীর মাহাত্ম্য দেখিয়ে এই ধারাবাহিক বেশ কিছু নতুন দর্শক টেনেছে। এর প্রাপ্ত নম্বর ৬.৯। এবার দ্বিতীয় স্থানে একসময়ের টপার ‘অনুরাগের ছোঁয়া ‘, প্রাপ্ত নম্বর ৬.৭। তৃতীয় স্থানে ‘জগদ্বাত্রী’ প্রাপ্ত নম্বর ৬.৬।
Allu Arjun-Pushpa 2: দুর্ঘটনার কবলে 'পুষ্পা'র টিম বাস, আল্লুর অবস্থা কেমন?
আইপিএলের ফাইনাল ছিল গত সপ্তাহে, তার আগে চলছিল প্লে অফ। সেকারণেই হয়ত ধারাবাহিকভাবে সমস্ত সিরিয়ালেরই নম্বর কমেছে। চতুর্থ স্থানে ‘নিম ফুলের মধু’, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬ এবং পঞ্চম ‘রাঙা বউ’ এর নম্বর ৫.৬।
এদিকে অবশেষে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে মিঠাই ধারাবাহিক। গত কয়েক সপ্তাহে TRP তালিকাতে ধুঁকছিল এই ধারাবাহিক।