বেশ কয়েক সপ্তাহ ধরেই TRP তালিকার প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছে 'গৌরী এলো' ধারাবাহিকটি। ইশানের মৃত্যুর পর একের পর এক বিপদ আসছে গৌরীর জীবনে। সন্তান জন্ম দিয়েও তাকে হারিয়েছে গৌরী, এছাড়া শৈলজার চক্রান্তও লেগেই রয়েছে। এবার শৈলজাকে শায়েস্তা করতেই যোগিনী রূপ ধারণ গৌরীর। সারা মুখে ছাই, চোখে ধ্যাবড়ানো কাজল, পরনে গেরুয়া শাড়ি, হাতে ত্রিশূল, সঙ্গে হাত-গলায় জড়ানো রুদ্রাক্ষের মালা। ত্রিশূলে ক্যামেরা লাগিয়ে অপরাধ স্বীকার করাতে চায় গৌরী।
Ritabhari - Jeetu: নতুন ছবির শুভ মহরৎ, ঋতাভরীর 'আপনজন' জীতু
কিন্তু এই প্রোমো প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। নায়িকার মেকআপ দেখে খুবই বিরক্ত সকলে। বিদ্যা বালান অভিনীত ‘ভুলভুলাইয়া’ ছবির মঞ্জুলিকার সঙ্গে পর্দার গৌরীর মিল খুঁজে পেয়েছেন কেউ কেউ।