বর্ষা মানেই ইলিশ । আর ইলিশ (Hisha) মানেই বাঙালির কাছে একটা আবেগ । শুধু কি তাই, প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় হয় ইলিশ উৎসব । বাংলা টেলিভিশনের নন-ফিকশান শোগুলিতেও হয় ইলিশ উৎসব । তবে, ফিকশান অনুষ্ঠানে অর্থাৎ ধারাবাহিকে কিন্তু ইলিশ উৎসব বহু বছর সেভাবে দেখা যায়নি । তবে এবার দেখা গিয়েছে,জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি' (Tele Serial Bodhisatwar Bodbudhi)-তে । ধারাবাহিকের বিশেষ পর্বে দেখানো হচ্ছে ইলিশ পার্বণ ।
ইলিশ উৎসবে মেতেছে শান্তিকুঞ্জ । খিচুড়ি আর ইলিশে মজেছে বোধির বাড়ির সবাই । জমিয়ে রান্না হচ্ছে । এদিকে, এই নিয়েই বাড়ির মহিলা ও পুরুষদের মধ্যে শুরু হয়েছে তর্জা । পুরুষরা ঠিক করেছেন মহিলাদের দেখিয়ে দেবেন রান্নাটা খুব কঠিন কাজ নয়। একদিকে দেখা যাচ্ছে, বিশ্বনাথ, সৌরভরা কী কী রান্না পারেন, তার হিসেব দিচ্ছেন । অন্যদিকে, সোনালি, সমতারা তাই নিয়ে মজা করছেন । তবে জানেন কি, এই সবটাই হচ্ছে ছন্দে ছন্দে । সংলাপে এমন ছন্দ বহুদিন পর কোনও ধারাবাহিকে দেখা গেল ।
বাংলা ভাষা, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে । শুধুমাত্র খাতায়-কলমেই রয়ে গিয়েছে । 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'-র মধ্যে দিয়ে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকেই ফিরিয়ে আনতে চান পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় । বাংলা ভাষাকে এভাবে ছন্দে ছন্দে ব্যবহার করা, সেই চাওয়ারই প্রতিফলন ।