বিয়ে সেরে ফেলেছে বিক্রম-ইন্দিরা । কিন্তু, দু'জনের মধ্যে যে প্রেম আছে, তা নয় । একেবারে বিপরীত মেরুর দু'টি মানুষ । সবসময় দু'জনের মধ্যে লড়াই চলছে । একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে (Tele Serial Bangla Medium) এমন দৃশ্য প্রতিদিনই দেখছে দর্শকরা । তবে দোল তো ভালবাসার রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব। প্রেমহীন বিক্রম-ইন্দিরাকেও ছুঁয়ে দিল ভালবাসার রঙ।
Sushmita Sen: সাত দিনও হয়নি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, ফের পুরানো রুটিনে সুস্মিতা
ধারাবাহিকে ইন্দিরার উদ্যোগে শুরু হয়েছিল দোলের প্রস্তুতি। বিক্রমদের স্কুলে দোলের ছুটি পড়ার আগে হয় ন্যাড়াপোড়া, দোলের দিন অনুষ্ঠিত হয় বসন্ত উৎসবে। সেখানেই ভাঙের নেশার ঘোরে ইন্দিরাকে আবীরে রাঙিয়ে দেয় বিক্রম। লাল আবীর ইন্দিরার গালে লাগিয়ে বিক্রমের অকপট স্বীকারোক্তি, 'আই হেট ইউ বাংলা মিডিয়াম, বাট আই লাভ ইউ'। ভিডিয়ো এই মুহূর্তে বেজায় ভাইরাল।