বিয়ে সেরে ফেলেছে বিক্রম-ইন্দিরা । কিন্তু, দু'জনের মধ্যে যে প্রেম আছে, তা নয় । একেবারে বিপরীত মেরুর দু'টি মানুষ । সবসময় দু'জনের মধ্যে লড়াই চলছে । একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা । 'বাংলা মিডিয়াম'ধারাবাহিকে (Tele Serial Bangla Medium) এমন দৃশ্য প্রতিদিনই দেখছে দর্শকরা । তবে,ক্যামেরার ওপারে নীল-তিয়াশার (Neel-Tiyasha) সম্পর্ক কেমন ?
দীর্ঘ ছয় বছর ধরে একে অপরকে চেনেন নীল-তিয়াশা । ‘কৃষ্ণকলি’-র পর ফের ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন । তাই বাস্তবে তাঁদের সম্পর্ক খুবই ভাল । তিয়াশা আনন্দবাজারকে জানিয়েছেন, ছয় বছরে আমাদের বন্ধুত্ব গভীর হয়েছে । নীলের কথায় এত দিনের বন্ধুত্ব, তাই ওর সঙ্গে কাজ করতে আলাদা করে ভাবতে হয় না । বাস্তবে নাকি একেবারেই দু'জনের মধ্যে ঝগড়া হয় না । কারণ নীল আগেই হার স্বীকার করে নেয় ।
'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে এখন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন চলছে । স্ত্রীর মন জয় করতে এখন ভাল মানুষের অভিনয় করছে বিক্রম । তাই, প্রেম দিবসে সারপ্রাইজ দিয়ে মন গলানোর চেষ্টা চলছে ইন্দিরার । তবে, পুরোটাই নাটক এবং বিক্রমের নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা ছাড়া আর কিছুই নয় । কিন্তু এবার কি ইন্দিরার বুদ্ধির সঙ্গে পেরে উঠতে পারবে ভিকি ? দু'জনের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় দর্শকরা ।