আবারও শ্রীময়ী (Srimoyee) ও জুন আন্টি (June Aunty) একসঙ্গে । তাহলে কি এবার 'শ্রীময়ী'পার্ট টু দেখবেন দর্শকরা ? না, সেরকম কোনও বিষয় নয় । এবার আর কোনও ধারাবাহিক নয় । একসঙ্গে ওয়েব সিরিজ করছেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder) ও ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) । ইন্দ্রনীল রায়চৌধুরীর ওয়েব সিরিজ ‘ছোটলোক’-এ দেখা যাবে তাঁদের । জি৫-এ দেখানো হবে ‘ছোটলোক’ (Chotolok) ।
'শ্রীময়ী' ধারাবাহিকের জুন আন্টি এবার সিরিজে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অন্যদিকে, শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রাণী আবার রাজনীতিবিদ । ধারাবাহিকের মতো সিরিজেও তাঁদের দু'জনের সম্পর্কের সমীকরণ কী সেই আদায়-কাঁচকলায় ? হিংসে, টানাপড়েন দেখা যাবে ? এই বিষয়ে কিছুই জানা যায়নি । এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী । ইন্দ্রাণী ও ঊষসী ছাড়াও সিনেমায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী । শোনা যাচ্ছে,সিরিজের শুট শুরু হবে অগস্টের শেষে। গোটা কলকাতা আর মফস্সল জুড়ে হবে ছবির শুটিং ।
এক যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে যাবে এক রাজনীতিবিদের ছেলের নাম। তদন্তে উঠে আসবে তাবড় তাবড় লোকেদের নাম । পরতে পরতে থাকবে রহস্য । যৌথ প্রযোজনায় ফ্লিক বুক এবং চেরি পিকস মুভিজ প্রাইভেট লিমিটেড।