দীর্ঘ চার বছর দর্শকদের মনে একইরকম জায়গা ধরে রেখেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমনি' (Karunamoyee Rani Rashmani) । রানি রাসমনি অর্থাৎ দিতিপ্রিয়ার বিদায় নেওয়ার পর রামকৃষ্ণ, মা সারদা ও রানিমার উত্তরাধিকারীদের নিয়ে বেশ ভালই চলছে ধারাবাহিক । কিন্তু, এবার শোনা যাচ্ছে, চারবছর ধারাবাহিক সাফল্যের পর অবশেষে ধারাবাহিকটি শেষ হতে চলেছে । এর জায়গায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা' (Lakshmi Kakima) । যদিও, নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি ।
'লক্ষ্মী কাকিমা' ধারাবাহিকের মধ্যে দিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) । তাঁর বিপরীতে অভিনয় করছে দেবশঙ্কর হালদার । এই নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে । ১৪ ফেব্রুয়ারি থেকে সন্ধে ৬টার সময় জি বাংলায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিকটি । চ্যানেলের তরফ থেকে সম্প্রচারের সময় জানানোর পর থেকেই সকলের একটাই প্রশ্ন, তাহলে কি এবার শেষ হয়ে যাবে 'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব' ? কারণ, প্রতিদিন জি বাংলায় ওই স্লটেই দেখা যায় ধারাবাহিকটি ।
এর আগে নতুন ধারাবাহিক 'পিলু'-র জন্য টাইম স্লট পরিবর্তন করে ৬টার জায়গা দেওয়া হয় রাসমণিকে । কিন্তু, ১৪ ফেব্রুয়ারি থেকে সেই জায়গাটা নিচ্ছে লক্ষ্মী কাকিমা । তাছাড়া, চ্যানেলের তরফ থেকে রাসমণির জন্য আলাদা কোনও স্লট দেওয়া হয়নি । তাই দর্শকদের আশঙ্কা এবার শেষ হয়ে যাবে এই ধারাবাহিক ।