জ্যাস কাউকেই ছেড়ে কথা বলে না , শত্রুদের ত্রাস সে। এই মুহূর্তে ‘জগদ্বাত্রী’ ধারাবাহিক বাঙালির অন্যতম প্রিয়। একই মানুষের কত রূপ। সংসার সামলাতেও সে একাই ১০০। সামনেই জন্মাষ্টমী। আর সেই উপলক্ষেই জ্যাস সাজবে রাধা আর সয়ম্ভূ কৃষ্ণ। দুজনে দুজনের চোখে চোখ রাখতেই প্রেমে পড়লেন। ‘মধুবন’ গানে নাচতেও দেখা যায় জগদ্বাত্রীকে। সেই দৃশ্য দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো।
Dev-Subhashree: সেই এক সাউথ সিটি! একসময়ে ডেটে যেতেন, এখন খেতে যান শুভশ্রী
তবে সেদিনও বিপদ থেকে পরিবারকে উদ্ধার করতে পিছ পা হয়নি জ্যাস। ধারাবাহিকের বিশেষ পর্ব দেখা যাবে দু’দিন ধরে। ৭, ৮ সেপ্টেম্বর, সন্ধে ৭টায়। রাধা রূপে জগদ্বাত্রীকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শকরাও।