ফের সংবাদ শিরোনামে জীতু-নবনীতা । তাঁদের আইনত বিচ্ছেদ হয়েছে গত বছরই । বৃহস্পতিবারই, জীতু মজার ছলে পোস্ট করে বলেছিলেন, তিনি আবার বিয়ে করছেন । যা নিয়ে হইচই পড়ে যায় । তারপরই, জীতুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন নবনীতা । অভিনেত্রীর অভিযোগ, তাঁর অনেক জিনিস জীতুর কাছে রয়েছে । এমনকী বিয়ের গয়নাও । তবে, এই বিষয়ে এবার মুখ খুললেন জীতু কমল ।
সম্প্রতি, হিন্দুস্তান টাইমস বাংলাকে জীতু জানিয়েছেন, তিনি নবনীতার বিষয়ে কিছু বলতে চান না । জীতু বলেন,'আমি নবনীতার বিষয় এতদিন কিছু বলিনি, বলতে চাইও না' । তিনি জানিয়েছেন, বারবার তাঁকে নবনীতার বিষয়ে প্রশ্ন করা হলে একই কথা বলবেন । উল্লেখ্য, নবনীতা বিচ্ছেদ ঘোষণার পর থেকেই এই বিষয়ে কার্যত চুপ থেকেছেন জীতু কমল । প্রথম থেকেই তিনি জানিয়েছিলেন, নবনীতা বা বিচ্ছেদের বিষয়ে কোনও মন্তব্য করবেন না ।
কী বলেছিলেন নবনীতা ?
নবনীতা টিভি নাইন বাংলাকে বলেন, 'আমাদের আগের বছর নভেম্বরের ১৭ তারিখে ডিভোর্স হয়েছে। আমাকে তো অনেক আগেই ব্লক করে রেখেছে সামাজিক মাধ্যমে। ওর জীবনে কেউ আছেন কি না সেটাই জানি না। আমার অনেক জিনিস জিতুর কাছে রয়েছে। আমার বিয়ের গয়না ওর কাছেই আছে ।