প্রযোজনায় ফিরছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) । নতুন করে প্রযোজনা সংস্থা (Production House) খুলেছেন তিনি । এর আগেও যিশু ও নীলঞ্জনার প্রোডাকশন হাউজ ছিল । কিন্তু, কোনও কারণে তা বন্ধ হয়ে যায় । তবে, এবার ফের নতুন করে শুরু করছেন অভিনেতা । একইসঙ্গে, নতুন ধারাবাহিকও আনছেন তাঁরা (Jisshu returns as Producer) ।
যিশুর নতুন প্রযোজনা সংস্থার নাম ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। অভিনেতার দিদি রাই সেনগুপ্তও এর সঙ্গে যুক্ত রয়েছেন । এই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে নতুন ধারাবাহিক 'হরগৌরি পাইস হোটেল'। বুধবারই তার ঝলক প্রকাশ্যে এসেছে । এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায় ।
আরও পড়ুন, Nawazuddin Siddiqui: 'হাড্ডি'র লুকে অর্চনা পুরন সিং-কে নকল নওয়াজ উদ্দিন সিদ্দিকির?
রাহুল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একেবারে মন ভাল করা গল্প । তাই এই ধারাবাহিকের জন্য রাজি হয়ে যান তিনি । আর প্রযোজক হিসেবে যিশু ও নীলাঞ্জনার প্রশংসা করেছেন রাহুল । ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে । সব ঠিক থাকলে পুজোর আগেই ধারাবাহিক সম্প্রচারিত হবে ।
আগে, যিশু ও নীলাঞ্জনার যে প্রযোজনা সংস্থা ছিল, তার নাম ছিল 'ব্লু ওয়াটার প্রোডাকশন'। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই 'ভালবাসা ভালবাসা', 'অপরাজিত'-মতো হিট ধারাবাহিক উপহার পেয়েছেন দর্শকরা ।