বাঙালির বিনোদনে ওয়েব, বড়পর্দার সঙ্গে পাল্লা দিয়ে সমানভাবে জায়গা করে নিয়েছে বিভিন্ন ধারাবাহিকও। জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকটিও বেশ কাছের হয়ে উঠেছে দর্শকদের। ধারাবাহিকের শিমূলকে, তাঁর স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। শিমূল কথা দিয়েছিল, সে ফিরে আসবে নিজেকে নির্দোষ প্রমাণ করে।
এবার প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। অবশেষে শিমূল ফিরে আসতেই, শাশুড়ি তাঁকে বরণ করে ঘরে তোলে। বলেন তিনি জানতেন সত্যের জয় হবেই, বৌমা আবার ফিরে আসবে।
শিমূলের সাফ উত্তর, এবার সে এসেছে চলে যাওয়ার জন্যে। তখনই পরাগ হাত চেপে ধরে শিমূলের। বলে, 'আরেকবার কি সুযোগ দেওয়া যায় না?' সত্যিই কি পরাগের মন গলল? না আবার নতুন কোনও চক্রান্তের শিকার হতে চলেছে শিমূল? তা তো সময়ই বলবে।