আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার আঁচ গিয়ে পড়েছে অলিতে গলিতে। এবার এই আঁচ বাংলার ড্রয়িং রুমেও। ঘটনার প্রতিবাদ গড়ে তোলা হল সিরিয়ালের সেটে। কারণ এই ঘটনার মাথায় রেখে এই পরিস্থিতির প্রতিবাদ তুলে ধরা হল ধারাবাহিক 'কে প্রথম কাছে এসেছি'-র প্লটে।
সম্প্রতি এই ধারাবাহিকের কয়েকটি চিত্র সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, এক প্রতিবেশী মেয়ের শ্লীলতাহানির ঘটনায় সরব হয়েছেন গল্পের মুখ্য চরিত্র মধুবনী। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে মধুবনী, তাকে সঙ্গ দেয় পাড়ার মহিলারাই। কারও হাতে বটি, কারও হাতে কাটারি, আরও হাতে রোদ কিংবা ঝাঁটা।
আসলে এই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, এলাকায় মাথাচারা দিয়ে ওঠা গুন্ডামির মোকাবিলা। দেখানো হবে কী ভাবে অশুভ শক্তিকে পরাজিত করবে মধুবনী? তা জানা যাবে আগামী ৩০ অগাস্টের পর্বে।
জি বাংলায় সাড়ে ৬টার স্লটে দেখা যাচ্ছে ধারাবাহিক 'কে প্রথম কাছে এসেছি ।' ঋকদেবের চরিত্রে অভিনয় করছেন সায়ন বসু । আর মধুবনীর চরিত্রে মোহনা মাইতি । বছর পাঁচেকের শিশুকন্যা মিহির মা মধুবনী ।
একা মায়ের লড়াইকে কেন্দ্র করেই এই মেগা । তবে, মা-মেয়ের পরিবারকে সম্পূর্ণ করতে হাজির হয় ঋকদেব । বড়লোকের ছেলে । মধুবনীর অফিসের বস সে । এই গল্প নিয়েই দর্শকদের ড্রয়িংরুমে পৌঁছেছিল এই ধারাবাহিক।