স্টার জলসায় 'খেলাঘর' (Khelaghar) ধারাবাহিক শেষ হয়েছে অনেক আগেই । কিন্তু, শান্টু-পূর্ণার (Shantu-Purna) জুটিকে দর্শকরা, বিশেষ করে তাঁদের অনুরাগীরা এখনও ভুলতে পারেননি । এবার সেই অনুরাগীদের জন্য সুখবর । ফের জুটিতে ফিরেছেন আরেফিন-স্বীকৃতি (Arefin-Swikriti) । তবে কোনও সিরিয়াল বা সিনেমা হয়, একটি গানের অ্যালবামে দেখা গেল তাঁদের ।
সদ্য মুক্তি পেয়েছে গানের অ্যালবাম ‘তোমায় ছুঁতে চাই’। সেখানেই আবার রোম্যান্স করতে দেখা গেল আরেফিন-স্বীকৃতিকে । অভিনয়ের পাশাপাশি, পরিচালনাও করেছেন আরেফিন ।‘ দু'জনের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরাও ।
আরও পড়ুন, Tanushree Chakraborty in Bollywood : বলিউডে পা তনুশ্রী চক্রবর্তীর, সানির নায়িকা হচ্ছেন টলি অভিনেত্রী
২০২০ সালে শুরু হয় ‘খেলাঘর’। চলতি বছর মে মাসে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি । গত দুবছর ধরে দর্শকদের ড্রয়িং রুম আলো করেছিল শান্টু গুন্ডা আর পূর্ণার সংসার ।