গাঁটছড়া (Gantchora) ধারাবাহিক ধীরে ধীরে জমে উঠছে খড়ি আর ঋদ্ধির রসায়ন । যে খড়িকে আগে ঋদ্ধি (Khori-Ridhi) সহ্য় করতে পারত না, সেই খড়িকেই এখন চোখে হারায় সে । একটু একটু করে একে অপরের কাছে আসছে দু'জনে । খড়ির মন রাখতে সবকিছু করতে পারে ঋদ্ধি । তাইতো,এবার ধনী পরিবারে বড় হওয়া ঋদ্ধি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চ্যালেঞ্জ (Fuchka Challenge in Gantchora) করতেও তৈরি । সম্প্রতি, ধারাবাহিকের একটি প্রোমোতে সেরকমই দেখা গিয়েছে ।
প্রোমোয় দেখা যাচ্ছে, খড়িকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছে ঋদ্ধি । কিন্তু,নিজে ফুচকা খাচ্ছেন না । এরই মাঝে খড়ি ও ঋদ্ধির মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে । খড়ি ও তাঁর মধ্যে কথা বেশ জমে ওঠে । খড়ির ফুচকার দামও সে দিতে চায় । তাতেই চটে যায় ঋদ্ধি । তাঁর স্ত্রীকে অন্য কেউ ফুচকা খাওয়াবে, তা একদম সহ্য করবে না বলে জানিয়ে দেয় । তখনই খড়ি দু’জনের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতার প্রস্তাব দেয় । রাজিও হয়ে যায় ঋদ্ধি । কিন্তু, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় ঋদ্ধি । ঋদ্ধি কি পারবে স্ত্রী খড়ির এই নতুন পরীক্ষায় পাশ করতে ? তা জানতে গেলে, দেখতে হবে গাঁটছড়া । ১৩ জুন থেকে ১৯ জুনের মধ্যে এই পর্বটি সম্প্রচারিত হবে ।
আরও পড়ুন, Ankush-Oindrila : একের পর এক ছবির শুটিং, ১০০ দিনের টানা শিডিউল শেষে ছুটির মুডে অংকুশ-ঐন্দ্রিলা
'গাঁটছড়া’ (Gantchora) ধারাবাহিকে ঋদ্ধি ওরফে ঋদ্ধিমানের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। তাঁর বিপরীতে খড়ির ভূমিকায় অভিনয় করছেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি লিস্টে শীর্ষে ছিল গাঁটছড়া । তবে গত সপ্তাহে গাঁটছড়াকে পিছনে ফেলে দিয়েছে 'মিঠাই' ।