নন্দনে চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2023), রবিবার বিকেলে হঠাৎ হাওয়া গরম KIFF এর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিনেমা দেখার অপেক্ষা করছিলেন দর্শকেরা। কিন্তু , আসন সংখ্যা কম হওয়ায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পছন্দের ছবি দেখার সুযোগ পাইনি অনেকেই। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েন দর্শকদের একাংশ। মেজাজ ধরে রাখতে না পেরে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয়ে যায় দর্শকদের। পরিস্থিতি, এতটাই হাতের বাইরে যায় যে কলকাতা চলচ্চিত্র উৎসব জমাট নন্দনে পুলিশ ডাকতে হয়।
West Bengal Weather Update: উধাও, নাকি আরও জাঁকিয়ে পড়বে? আগামী দুদিন কেমন থাকবে শীতের মতি-গতি?
রবিবার ছুটির সন্ধেতে, আর সব দিনের থেকে স্বভাবতই বেশি ভিড় ছিল নন্দনে। তার উপর, এদিন পরিচালক অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ বলে একটি ছবি দেখানোর কথা ছিল। এই ছবি বেশ কিছুদিন ধরেই চর্চায়। এই কেনেডি ছবি দেখা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত নন্দনে ।