স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক 'আয় তবে সহচরী' (Aye Tobe Sohochori)-তে আর দেখা যাবে না কণীনিকাকে (Koneenica Banerjee) ? সম্প্রতি, ধারাবাহিকের প্রোমো ও অভিনেত্রীর পোস্ট সেরকমই কিছু ইঙ্গিত দিচ্ছে । তবে, জানা গিয়েছে, ধারাবাহিক থেকে আপাতত কয়েকদিনের বিরতি নিয়েছেন অভিনেত্রী । কারণ, কণীনিকার শরীর ভাল নেই (Koneenica Banerjee is suffering from spinal cord pain) । চিকিৎসার জন্য সম্প্রতি চেন্নাই (Chennai) উড়ে গিয়েছেন ।
কী হয়েছে অভিনেত্রীর ? কণীনিকা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আচমকা স্পাইনাল কর্ডে যন্ত্রণা হচ্ছিল তাঁর । ভাল করে দাঁড়াতেই পারছেন না । দু'দিনের মধ্যেই অস্ত্রোপচার হবে । আপাতত, ১৫-২০ দিনের বিশ্রামে থাকবেন তিনি । সেক্ষেত্রে, এখন বেশ কয়েকদিন ধারাবাহিকে দেখা যাবে না তাঁকে ।
আরও পড়ুন, Paka Dekha Movie : সোহম-সুস্মিতার 'পাকা দেখা' দেখা তো হল, শুভ পরিণয়ের দিনক্ষণও জানিয়ে দিলেন অভিনেতা
‘ধিঙ্গি’র হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে চেন্নাই যাচ্ছে সহচরী । সোনা দাদুর চিকিৎসার জন্যই সহচরীকে বাইরে যেতে হচ্ছে । এমনটাই দেখানো হয়েছে স্টার জলসার সিরিয়াল ‘আয় তবে সহচরী’তে । এরই মাঝে কণীনিকার ফেসবুক পোস্ট দেখে চিন্তায় পড়ে যান অনুরাগীরা । ওই পোস্টে ধারাবাহিকে গোটা টিমের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘তোমাদের সবাইকে খুব মিস করব.. এই চেন্নাই পৌঁছলাম.. আশা করছি সব ঠিক হবে… আবার ফিরব তোদের মাঝে ।’ সুস্থ হয়ে প্রিয় সহচরী দ্রুত ফিরুক শুটিং সেটে, সেই কামনাই করছেন অনুরাগীরা ।