নীল-তিয়াসার (Neel-Tiyasha) ভক্তদের জন্য সুখবর । 'কৃষ্ণকলি'খ্যাত জুটি আবারও ফিরছে ছোটপর্দায় । স্টার জলসায় (Star Jalsha) নতুন মেগায় দেখা যাবে এই হিট জুটিকে । এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি ঠিকই, তবে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই খবর একেবারে পাকা ।
জানা গিয়েছে, ‘কৃষ্ণকলি’র প্রযোজনা সংস্থা টেন্টের নতুন ধারাবাহিকেই ফের জুটি হিসাবে দেখা যাবে নীল ও তিয়াসাকে (Neel and Tiyasha to comeback in a serial) । অনেক আগেই এই প্রোজেক্ট শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায় । এখন শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকের কাজ খুব শীঘ্রই শুরু হবে ।
আরও পড়ুন, Shimanto Trailer: গোয়ান্দার চরিত্রে পায়েল, সামনে এল 'সীমান্ত'-এর ট্রেলার
উল্লেখ্য, এই সপ্তাহেই শেষ হচ্ছে নীলের ধারাবাহিক 'উমা'। জি বাংলায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক । এবার জি বাংলা থেকে ফের স্টার জলসায় ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন নীল । এখানে বলে রাখা ভাল জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’দিয়েই শুরু হয়েছিল নীলের কেরিয়ার । অন্যদিকে, 'কৃষ্ণকলি'-র পর আর সেভাবে কোনও ধারাবাহিকে দেখা যায়নি তিয়াসাকে ।
জি বাংলার তিনটি মেগায় কাজ করেছেন নীল । তার মধ্যে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল 'কৃষ্ণকলি'। একসময় একটানা বহু সপ্তাহ টিআরপি টপার ছিল এই ধারাবাহিক । একাধিক ভাষায় এই ধারাবাহিকের রিমেকও হয়েছে ।