সন্ধে হলেই এক কাপ চায়ের সঙ্গে ড্রয়িং রুমে চলতে থাকে একের পর এক বাংলা ধারাবাহিক। সিরিয়ালের চরিত্ররা কার্যত ঘরের মানুষ হয়ে উঠেছে বাঙালির। কিন্তু অনেকেই হয়ত জানেন না বাংলা ধারাবাহিকে দাপিয়ে কাজ করছেন এমন একাধিক তারকা রয়েছেন যারা বাঙালি না হয়েও মন জিতে নিয়েছেন বাঙালিদের।
Aparajita Auddy: তাঁকে নিতে বড় বাজেটের প্রয়োজন, মেগাতে ফেরার প্রসঙ্গে অকপট অপরাজিতা
১. ঋষি কৌশিক: ইষ্টি কুটুম থেকে কুসুম দোলা একাধিক ধারাবাহিকে দর্শকদের মন জিতেছেন অভিনেতা ঋষি কৌশিক। কিন্তু অনেকেই হয়ত জানেন না ঋষি কিন্তু জন্মসূত্রে বাঙালি নন অসমিয়া। তাঁর জন্ম অসমের তেজপুরে।
২. পল্লবী শর্মা:যদিও নিজের নামের থেকে তাঁকে লোকে জবা এবং পর্ণা বলেই চেনে। কিন্তু অনেকেই হয়ত জানেন না ‘নিম ফুলের মধু’ বা ‘কে আপন কে পরের’ নায়িকা কিন্তু জন্মসূত্রে অবাঙালি।
৩. ক্রুশল আহুজা: পদবিতেই যদিও বোঝা যাচ্ছে, বাংলা ধারাবাহিকের এই জনপ্রিয় নায়ক কিন্তু জন্মসূত্রে অবাঙালি। হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
৪. শ্বেতা মিশ্র: ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকের শ্বেতা এর আগে ‘ধূলোকণা’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এই নায়িকাও জন্মসূত্রে মাড়োয়ারি।