শেষের পথে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার’ সিজন থ্রি (Super Singer seoson 3) । ২০ মার্চ টানা ১০ ঘণ্টার ফিনালে এপিসোড (Finale Episode) । আর সেখানেই থাকছে বড় চমক । বিশেষ অতিথি হয়ে আসছেন বলিউড-এর ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) । এখানেই শেষ নয়, এই এপিসোডে থাকছে মাধুরীর সঙ্গে জিৎ (Jeet) এবং দেব (Dev)-এর জমজমাটি পারফমেন্স । বহুদিন পর এক মঞ্চে দেখা যাবে টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ-কে ।
চ্যানেলের তরফে ফিনালে এপিসোডের কয়েকটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে । সেখানেই এক মঞ্চে মাধুরীর সঙ্গে দেখা গিয়েছে দেব ও জিৎ-কে । একজন বলছেন ‘দিল তো পাগল হ্যায়’, অপরজন বলছেন ‘দিল দিওয়ানা হ্যায়’…। এছাড়া, এই এপিসোডে মাধুরীর অসাধারণ পারফরম্যান্সেরও সাক্ষ্মী থাকবেন দর্শকরা ।
আরও পড়ুন, Iskaboner bibi : বড় পর্দায় তৃণা সাহা, 'ইস্কাবনের বিবি' হয়ে রহস্য সমাধান করবেন 'খড়কুটো'-র গুণগুণ
মাধুরী ছাড়াও এই এপিসোডের আকর্ষণ আরও অনেকেই । গানে মঞ্চ মাতাতে দেখা যাবে ইলা অরুণ, শান, পালক মুচ্ছালকে । ব়্যাপ গানে সবাইকে নাচাতে প্রস্তুত বাদশাও । রবিবার দুপুর ১টা থেকে এপিসোডটি সম্প্রচারিত হবে ।